পেঙ্গুইনের ভিড়ে হারিয়ে গিয়েছে তিনটি বিড়াল, খুঁজে দিতে পারবেন? দেখুন তো ছবিটি
মাঝে মাঝেই কিছু মজাদার ধাঁধার খোঁজ দেয় সমাজ মাধ্যমে। এগুলি চটজলদি সমাধান করতে পারলে বেশ আনন্দও হয়। ইদানীং নানা রকমের চোখের ধাঁধা বা অপটিকাল ইলিউশনের ছবি নিয়েও মেতে থাকে সমাজ মাধ্যম। সম্প্রতি এমনই একটি ছবি ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়। এক ডিজিটাল শিল্পী নেটিজেনদের তার আঁকা ছবির ধাঁধা সমাধান করতে বললেন। ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলি পেঙ্গুইন। তার মধ্যে থেকেই খুঁজে বার করতে তিনটি বিড়াল! তিনি এও বলে দেন বিড়ালের রংও পেঙ্গুইনের মতোই। ফলে খুঁজে বার করা খুব সহজ কাজ কিন্তু নয়।…