Tollywood News: বিয়ের মাত্র দু মাস! এর মাঝেই এ কী খবর? ‘ডিভোর্স’-এর পথে হাঁটছেন ফুলকির নায়ক-খলনায়িকা? শার্লি-অভিষেক দুজনের পোস্টেই ‘ইঙ্গিত’
কিন্তু এর মাঝেই হঠাৎ তারকা জুটির পোস্ট দেখে আশঙ্কা দানা বেঁধেছে তাঁদের ভক্তদের মনে। তৈরি হয়েছে বিচ্ছেদের গুঞ্জন। কলকাতা: ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। আর এই সিরিয়ালের জনপ্রিয় মুখ শার্লি মোদক এবং অভিষেক বসু। চলতি বছরের ২৯ এপ্রিলবিয়ে করেছেন তাঁরা। কিন্তু এর মাঝেই হঠাৎ তারকা জুটির পোস্ট দেখে আশঙ্কা দানা বেঁধেছে তাঁদের ভক্তদের মনে। তৈরি হয়েছে বিচ্ছেদের গুঞ্জন। এপ্রিলের শেষেই সাতপাকে বাঁধা পড়েন ‘ফুলকি’ ধারাবাহিকের নায়ক অভিষেক ও খলনায়িকা শার্লি মোদক। পর্দায় একে অন্যের শত্রু এবং ‘প্রাক্তন’ হলেও, পর্দার বাইরে…

