Football: রহিম নবি, অসীম বিশ্বাস, অ্যালভিটো ডি’কুনহা এক মাঠে! যুব সমাজকে মোবাইল আসক্তি ছাড়াতে অভিনব উদ্যোগ
Football: সীমান্ত এলাকার যুব সমাজকে মোবাইলে আসক্তি ছাড়াতে অভিনব উদ্যোগ উত্তর ২৪ পরগনা: সীমান্ত এলাকার মানুষজন এমনিতেই বিএসএফের কড়া নজরদারি ও ভারী বুটের শব্দে থাকেন আতঙ্কে। আর তারই মাঝে বর্তমান আধুনিকতার যুগে মোবাইল ফোনের বার বাড়ন্তে যুবসমাজ হয়ে পড়েছে আসক্ত। তাই সীমান্ত লাগোয়া এলাকার যুব সমাজকে আবারও মাঠমুখী করতে নেওয়া হল এমন উদ্যোগ। স্বরূপনগর ব্লকের বাঙলানী গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়া বলফিল্ডের মাঠে এদিন আয়োজন করা হয় এক দিবারাত্র ব্যাপী ফুটবল টুর্নামেন্টের। যেখানে ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে উপস্থিত হয়েছিলেন…