ভারতের জয়, গাওস্করের তোপ, দায়িত্ব ছাড়লেন অরুণ লাল, আজ খেলার মাঠে সারাদিন কী হল?
কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে জয় ভারতের। নজির গড়লেন রোহিত শর্মা ও শিখর ধবন। বাংলা দলের দায়িত্ব ছাড়লেন অরুণ লাল। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন এবিপি লাইভকে। গাওস্করের তোপ। আজ সারাদিন খেলার মাঠের গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে – বুমরা, রোহিতদের দাপটে জয় ভারতের প্রথমে বোলারদের দাপট। এরপর ২ ওপেনারের দুরন্ত পার্টনারশিপ। ইংল্য়ান্ডের (England Cricket Team) বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিল রোহিত বাহিনী। বল হাতে বুমরা,…