SCO বিদেশ মন্ত্রীদের লাইভ সাক্ষাৎ: ‘সন্ত্রাস বন্ধ করতে হবে, সন্ত্রাসের অর্থায়ন নিষিদ্ধ’, জয়শঙ্কর বিলাওয়ালের সামনে বলেছিলেন
10:47 AM, 05-মে-2023 জয়শঙ্কর সন্ত্রাসের প্রসঙ্গ তুললেন শুক্রবার গোয়ার পানাজিতে SCO বিদেশ মন্ত্রীদের কাউন্সিলের বৈঠক শুরু হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডঃ জয়শঙ্কর বিলাওয়াল ভুট্টোর উপস্থিতিতে সন্ত্রাসবাদের বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, যে কোনো মূল্যে সন্ত্রাস বন্ধ করতে হবে। এটা কোনো মূল্যেই আপস করা যাবে না। সন্ত্রাসের অর্থায়ন রোধ করার প্রয়োজনীয়তার দিকেও সমস্ত মনোযোগ দিতে হবে। 10:32 AM, 05-মে-2023 তাকে স্বাগত জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুখতার তিলুবর্দি, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, তাজিকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সিরোজিদ্দীন…