UP Police Exam: UP Police Recruitment Exam-এ এই প্রশ্নগুলো করা হয়েছিল, কাঁঠালের মেয়েলি লিঙ্গ কী হবে?
সম্প্রতি, ইউপি পুলিশ নিয়োগ পরীক্ষায় অনেক প্রশ্ন করা হয়েছে, যার উত্তর আপনি খুব কমই জানেন। বর্ণ ও পরিশ্রমে কে পুরুষালি? সঠিক উত্তর হল কঠোর পরিশ্রম। শেয়ালের স্ত্রীলিঙ্গ কি? নীচে দেওয়া বিকল্পগুলির মধ্যে, গিদ্দিয়া, গিদ্দীন, গিদ্দ, গিদ্দি সঠিক। সার, রূপ, আয়, বিবাদ কোন শব্দটি স্ত্রীলিঙ্গ? সঠিক উত্তর হল আয়। উল্লেখ্য, তিন দিন ধরে চলা পুলিশ নিয়োগ পরীক্ষায় এ ধরনের যুক্তিপূর্ণ প্রশ্ন প্রার্থীদের বিভ্রান্তিতে ফেলেছে। উল্লেখ্য, গত ২৩ আগস্ট থেকে তিন দিন ধরে নগরীতে পুলিশ নিয়োগ পরীক্ষা চলে। এখন তা হতে…