তালেবানের বড় বিবৃতি, নারী সমস্যা, জেনে নিন আফগান সরকারের উদ্দেশ্য কী!
ছবির সূত্র: FILE তালেবানের বড় বিবৃতি, নারী সমস্যা, জেনে নিন আফগান সরকারের উদ্দেশ্য কী! তালেবান: তালেবান শাসনের দুই বছর পূর্ণ হয়েছে। এই দুই বছরে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে নারী ও শিশুদের। তালেবানের নির্দেশে নারীদের অনেক অধিকার লঙ্ঘিত হয়েছে। এসবের মাঝে তালেবানের প্রধান মুখপাত্র দেশটিতে তালেবানদের দখলের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এক সাক্ষাৎকারে বলেছেন যে তালেবানরা আফগানিস্তানে তাদের শাসনকে একটি উন্মুক্ত শাসন বলে মনে করে, যা ইসলামী আইন থেকে বৈধতা লাভ করে। তিনি উল্লেখযোগ্য কোনো বিপদে নেই। নারী শিক্ষার ওপর…