ঝাড়খণ্ড: গিরিডি থেকে রাঁচিগামী বাস নদীতে পড়ে, মৃত্যু ৬ জনের
ক্রিয়েটিভ কমন পুলিশ সুপার মনোজ রতন চৌথ জানিয়েছেন, গিরিডিহ থেকে রাঁচিগামী বাসটি তাতিঝরিয়া থানা এলাকায় সেতুর রেলিং ভেঙে শিবানী নদীতে পড়ে যায়। রাঁচি। শনিবার ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় একটি সেতু থেকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে একটি বাস পড়ে গেলে অন্তত ছয় যাত্রী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ সুপার মনোজ রতন চৌথ জানিয়েছেন, গিরিডিহ থেকে রাঁচিগামী বাসটি তাতিঝরিয়া থানা এলাকায় সেতুর রেলিং ভেঙে শিবানী নদীতে পড়ে যায়। “দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান, আর চারজনকে হাজারীবাগ সদর হাসপাতালে নিয়ে…