লক্ষ্ণৌ গণহত্যা: মা ও চার বোনকে হত্যার পর ভিডিও তৈরি করলেন আসাদ, কেন খুন করলেন নিজেই জানালেন; বাবাও আমার সাথে দেখা করলেন
1 8 এর লখনউ মার্ডার কেস- ছবি: অমর উজালা উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে হোটেলে রক্তাক্ত খেলা খেলেছে এক যুবক। লখনউয়ের একটি হোটেলে মা ও চার বোনকে খুন করলেন আগ্রার এক যুবক। নববর্ষে ঘটে যাওয়া হৃদয় বিদারক ঘটনায় হতবাক সবাই। ভোরে পাঁচ খুনের খবর পেয়ে পুলিশে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক তথ্যে জানা গেছে, এই পরিবারটি আগ্রা জেলার কুবেরপুরের বাসিন্দা। আগ্রার তেদি বাগিয়া এলাকার ইসলাম নগরের বাসিন্দা…



