ম্যাগির তুলনায় ৫০% বেশি সোডিয়াম ইন্ডিগোর উপমায়! দাবি Food Pharmer-র
প্যাকেটজাত খাবার নিয়ে পর্যালোচনা করে খ্যাতি কুড়িয়েছেন ইনফ্লুয়েন্সার রেভান্ত হিমাৎসিংকা। ইন্ডিগো ফ্লাইটে থেকে সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করেছেন ‘ফুড ফার্মার’। এয়ারলাইনেরক পরিবেশ করা খাবারের পর্যালোচনা করেছেন তিনি। অভিযোগ করেছেন, ‘ইন্ডিগোর ম্যাজিক উপমায় ম্যাগির চেয়ে ৫০% বেশি সোডিয়াম রয়েছে’। এমনকী আরও জানিয়েছেন, এয়ারলাইন পরিবেশন করা পোহা এবং ডাল-চাওয়ালেও ইনস্ট্যান্ট নুডলসের চেয়ে বেশি সোডিয়াম রয়েছে। সেই ভিডিয়োই ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ইনফ্লুয়েন্সার রেভান্ত হিমাৎসিংকার ভিডিয়ো ইনফ্লুয়েন্সার রেভান্ত হিমাৎসিংকার ভিডিয়ো নেটদুনিয়ায় চরম ভাইরাল হয়েছে। এরপর এয়ারলাইন্সের তরফে একটি বিবৃতি জারি…