‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর সব ভিডিয়ো মুছে দিলেন সময়; চরম কটাক্ষের মাঝে কী লিখলেন ?
নয়াদিল্লি: গতকাল বুধবার রাতেই কৌতুকশিল্পী সময় রায়না জানিয়েছেন যে ইউটিউবে তার চ্যানেলে আপলোড হওয়া ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট শোয়ের সমস্ত ভিডিয়ো তিনি মুছে দিয়েছেন। নিজের এক্স হ্যান্ডলে একথা স্পষ্ট জানান তিনি। তার এই শোয়ের (India’s Got Latent) একাদশ পর্বে এসে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার এক বিতর্কিত মন্তব্যকে ঘিরেই সারা দেশজুড়ে ঝড় উঠেছে। চরম কটাক্ষের শিকার হয়েছেন রণবীর এবং সময় রায়নাও (Samay Raina)। এই শো’য়ের বিরুদ্ধে পরপর মামলা দায়ের করা হয়েছে, বহু শিল্পীর বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। তুমুল বিতর্কের মধ্যে সময়…

