ইরান হিজাব: ইরানে নারীরা কেন ‘হিজাব’ পোড়াচ্ছেন? রাজধানী তেহরান সহ অনেক শহরে বিক্ষোভ তীব্রতর হয়েছে, এখানে বিক্ষোভের ভিডিও দেখুন
ছবি সূত্র: TWITTER ইরানে হিজাব বিতর্কের প্রতিবাদ হাইলাইট ইরানে বিক্ষোভ অব্যাহত রয়েছে হিজাব নিয়ে শুরু হয় বিতর্ক হিজাব পোড়ানো মহিলারা ইরানি হিজাব: হিজাব নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। ভারতসহ বিশ্বের অনেক দেশেই বিতর্ক দেখা দিয়েছে। সর্বশেষ ঘটনাটি ইরানের। যেখানে নারীরা রাস্তায় নেমে হিজাব পুড়িয়ে বিক্ষোভ করছে। কোনো কোনো নারী গাড়ির বনেটে দাঁড়িয়ে হিজাবে আগুনও দিয়েছেন। নৈতিক পুলিশিংয়ের বিরুদ্ধে এসব বিক্ষোভ হচ্ছে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়, এতে ৫ জন নিহত ও ৮০ জনের বেশি আহত হয়। দেশের…