তুরস্কের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে
ক্রিয়েটিভ কমন শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু বলেছেন, ৪০ জন শ্রমিক মারা গেছেন। ১১ জন শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৫৮ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বাকি এক শ্রমিকের বিষয়ে কিছু জানা যায়নি। আঙ্কারা। শনিবার তুরস্কের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬.৪৫ মিনিটে বার্টিনের কৃষ্ণ সাগর প্রদেশের আমসারা শহরের রাষ্ট্রীয় TTK আমসারা মুসেসে মুদুরলুগু খনিতে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের সময় খনিতে ১১০ জন শ্রমিক কাজ করছিলেন। প্রিয়জনের খোঁজ খবর পেয়ে রাতভর…