সপ্তাহান্তে কাজ করতে অস্বীকার করলেন ভিডিও এডিটর, জবাবে যা বললেন বস… নেটপাড়া জুড়ে পড়ে গেল ছি ছি !
সপ্তাহান্তে কাজ করতে রাজি হননি রজত। তখন থেকেই ঝামেলার সূত্রপাত। রজতের বস আরমান চাপ সৃষ্টি করে বলেন যে, “কাজ করতে অস্বীকার করার কথা ই-মেল মারফত জানান। আর সোমবার আমার সঙ্গে অফিসে দেখা করুন।” রজত রাজি হতেই আরমান ছবি তুলে পোস্ট করে লেখেন, “What kind of a f*****g response is this?” এমনকী প্রজেক্ট ফাইলও শেয়ার করার প্রস্তাব দিয়েছিলেন রজত। কিন্তু তাঁকে এড়িয়ে গিয়ে আরমান বলেন, তাঁকে ছাড়াই তিনি কাজটি করে নেবেন। স্টার্ট-আপের অলিখিত নিয়ম: শিফটের বাইরে গিয়েও কাজ করতে হবে…

