পৃথিবীর দিকে এগিয়ে আসছে একের পর এক গ্রহাণু! সেপ্টেম্বরের আকাশে কি বিপদ লুকিয়ে?
সেপ্টেম্বর মাস জুড়ে পৃথিবীর আকাশে (বলা ভালো, পৃথিবী লাগোয়া মহাকাশে) ঘটনার ঘনঘটা চলছে তো চলছেই! সৌজন্যে একের পর এক গ্রহাণুর যাতায়াত। মহাকাশ বিজ্ঞানীদের হাতে এখনও পর্যন্ত যত দূর খবর এসে পৌঁছেছে, সেই মোতাবক, চলতি মাসেই পৃথিবীর কাছাকাছি আসছে আরও দুই গ্রহাণু! মহাকাশের যে দুই মহাজগতিক অতিথি সম্পর্কে বিজ্ঞানীরা সতর্ক করছেন, তারা হল – ২০২০ জিই এবং ২০২৪ আরও১১। নাসা-এর জেট প্রপালশন ল্যাবরেটরির পক্ষ থেকে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। এদের মধ্যে ছোট গ্রহাণুটি হল ২০২০ জিই। সর্বসাকুল্যে তার ব্যাস…