মেসির আমলেও হয়নি, ৫-০ গোলে ইন্টারকে ধ্বংস করে প্রথম UCL জিতল PSG, ভাঙল সব রেকর্ড
লিওনেল মেসির আমলেও যে কাজটা করতে পারেনি, এবার সেটাই করে দেখাল প্যারিস সাঁ-জা। শনিবার (ইংরেজি মতে, ভারতীয় সময় অনুযায়ী রবিবার) ইন্টার মিলানকে ৫-০ গোলে ধ্বংস করে প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতল। শুধু তাই নয়, যেভাবে ইতালির দলকে নিয়ে ছেলেখেলা করল, তাতে ইউরোপিয়ান কাপের ফাইনালে (অধুনা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ধরে) সবথেকে বড় ব্যবধানে জয়ের ইতিহাসও গড়ে ফেলল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ তো বটেই, সার্বিকভাবে ইউরোপিয়ান কাপের ফাইনালের ইতিহাসে কোনও দল পাঁচ গোলের ব্যবধানে জেতেনি। আজ সেটাই করে দেখাল পিএসজি। UCL ফাইনালে…

