Chatgpt : ‘একদিনের জন্য মানুষ হলে কী করবে?’, এআই-কে প্রশ্ন করলেন এক যুবক! যে উত্তরটা এল, শুনল আপনিও অবাক হয়ে যাবেন
Chatgpt : চ্যাটজিপিটির ব্যবহার যে হারে বেড়েছে তা নজর এড়ায়নি অনেকেরই। এবার চ্যাটজিপিটির সঙ্গে এক ইউজারের কথোপকথন প্রকাশ্যে এসেছে। এক যুবক প্রশ্ন করেছেন, “একদিনের জন্য মানুষ হলে কী করবে?” উত্তরে চ্যাটজিপিটি যা জানিয়েছে, তা ইতিমধ্যেই ভাইরাল। AI বা Artificial Intelligence. এই ব্যাপারে এখন সারা দুনিয়ায় ভীতির শেষ নেই। অনেকেই বলছেন, এআই আদতে মানুষের চাকরির বাজারে বড়সড় প্রভাব ফেলবে। অনেকে আবার বলছেন, এমন কিছু আদতে হবে না। ২০২৬ সালে দাঁড়িয়ে বলাই যায়, এআই প্রযুক্তি ক্ষেত্রে ভবিষ্যৎ। ইতিমধ্যে চিকিৎসা, বিজ্ঞান-সহ বিভিন্ন…

