বর্তমান সিরিয়ালের নায়করা ‘রেডিমেড অভিনেতা’, দাবি শাশ্বতর! বললেন ‘ওদের দেখে…’
শুরুটা হয়েছিল ছোট পর্দা থেকেই। বর্তমানে বড় পর্দা, ওয়েব মাধ্যম সর্বত্রই দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। টলিউডের গণ্ডি ছাড়িয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রি, বলিউডেও চুটিয়ে কাজ করছেন। এ হেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় বর্তমান সময়ের ছোট পর্দার অভিনেতাদের নিয়ে কী বললেন? কী বললেন শাশ্বত চট্টোপাধ্যায়? একদিন প্রতিদিন, এখানে আকাশ নীল, ইত্যাদির মতো ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। ছোট পর্দা দিয়ে কেরিয়ারের সফর শুরু করেছিলেন। আজ যখন পিছন ফিরে তাকান, সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের সিরিয়ালের অভিনেতাদের কাজে কতটা পরিবর্তন এল, কী ভাবেন সেটাই এদিন টিভি…