২০২৬ সাল নাগাদ এয়ার ট্যাক্সি ওড়াবে DGCA, এই শহরে প্রথম চালু হবে
শহরের ব্যস্ত রাস্তায় যানজটে আটকে থাকার সময়, বেশীরভাগ মানুষই একবার হলেও ভাবেন যে একবার যদি উড়ে গিয়ে গন্তব্যে পৌঁছোনো যেত। এবার সেই দিবাস্বপ্নই সত্য হতে চলেছে। ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে কেন্দ্র। দেশের জনবহুল মেট্রো শহরে শীঘ্রই আকাশে উড়বে এয়ার ট্যাক্সি। এভিয়েশন সেক্টর রেগুলেটর ডিজিসিএ, ভার্টিপোর্টস নিয়ে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। এখন অনুমান করা হচ্ছে যে ২০২৬ সাল থেকেই দেশে এয়ার ট্যাক্সি উড়তে শুরু করবে। এয়ারপোর্টের আদলে তৈরি হবে এয়ার ট্যাক্সি স্ট্যান্ড ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের (ডিজিসিএ) নিয়ম…