কর ফাঁকির গুরুতর অভিযোগ, এবার বিপাকে মোবাইল নির্মাতা সংস্থা ওপ্পো
#দিল্লি: মোবাইল নির্মাতা সংস্থার ওপ্পোর বিরুদ্ধে কর ফাঁকির গুরুতর অভিযোগ৷ ওপ্পো ইন্ডিয়ার দফতরে হানা দিয়ে ৪৩৮৯ কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ তুলেছে ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই৷ চিনের গুয়াংডং ওপ্পো মোবাইল টেলিকমিউনিকেসন্স কর্পোরেশনস লিমিটেডের অধীনস্ত সংস্থা ওপ্পো ইন্ডিয়া৷ অভিযোগ, আর এক চিনা মোবাইল নির্মাতা সংস্থা ভিভো-র মতোই একই কৌশলে কর ফাঁকি দিয়েছে ওপ্পো৷ কিছুদিন আগেই দেশের প্রায় চল্লিশটি জায়গায় ভিভো-র দফতরে আর্থিক তছরূপের অভিযোগে হানা দিেয়ছিল ইডি৷ অভিযোগ ওঠে, কর ফাঁকি দিতে ভারতে সংস্থার লেনদেনের প্রায় পঞ্চাশ…