মানুষ না ভল্লুক? মুখে ভর্তি বড় বড় লোম…! ‘বিশ্ব রেকর্ড’ গড়লেন দেশের এই তরুণ! জানেন, কোন ‘বিরল’ রোগ এটা?
আসলে তাঁর এই অবস্থার কারণ হল একটি বিরল রোগ। যা হাইপারট্রিকোসিস নামে পরিচিত। শুধু তা-ই নয়, এই বিরল রোগটিকে ‘Werewolf Syndrome’ বলেও ডাকা হয়। এই অবস্থার কারণে শরীরের বিভিন্ন অংশে অতিরিক্ত বড় বড় লোম গজাতে থাকে। জিডব্লিউআর ওয়েবসাইটে বলা হয়েছে যে, সারা বিশ্বে শুধুমাত্র হাইপারট্রিকোসিসের ৫০টি ঘটনা নথিবদ্ধ করা হয়েছে। শিশুকাল থেকেই ললিত নিজের এই অবস্থা সম্পর্কে অবগত। নিউ ইয়র্ক পোস্ট-এর সঙ্গে আগের একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, প্রথম দিকে অবশ্য তাঁর বিষয়ে তাঁর বাবা-মা অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি।…