‘বাড়ি বিক্রি করে ছবি বানানো মেনে নেওয়া যায়, কিন্তু মাথা নত করতে ভালো লাগে না’: কঙ্গনা বললেন- প্রযোজকের চাপে কাজ করছি না, শোষণ আর সইতে পারছি না
সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউতের ছবি ইমার্জেন্সি আসছে ৬ সেপ্টেম্বর। এই ছবির পরিচালনা, প্রযোজনা ও অভিনয়ে দেখা যাবে কঙ্গনাকে। কঙ্গনা জানিয়েছেন, তিনি আর কোনো প্রযোজকের চাপে কাজ করবেন না। প্রযোজকরা অকারণে পরিচালক ও অভিনেতাদের শোষণ করে। দৈনিক ভাস্করকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন কঙ্গনা। জরুরি অবস্থার মতো স্পর্শকাতর ইস্যুতে চলচ্চিত্র নির্মাণের কারণও ব্যাখ্যা করেছেন তিনি। প্রশ্ন- ইমার্জেন্সির মতো ছবি বানানোর ভাবনা এল কোথা থেকে? উত্তর- বর্তমান প্রজন্ম জরুরি অবস্থা সম্পর্কে তেমন কিছু জানে না। তখনকার পরিস্থিতি কেমন ছিল…