মাঝপথেই একাধিকবার অনার্স কোর্স ছাড়ার সুযোগ মিলবে, জানাল CU, অন্যত্র পাবেন ১ বার
একবার নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের চার বছরের স্নাতক স্তরে একাধিকবার ‘এক্সিট’-র সুযোগ থাকবে। অর্থাৎ চার বছরের অনার্স কোর্সের বিভিন্ন স্তরে সংশ্লিষ্ট কোর্স ছেড়ে দিতে পারবেন পড়ুয়ারা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, চার বছরে অনার্স কোর্সে মোট তিনবার ‘এক্সিট’ অপশন থাকবে। প্রথম বর্ষ (দ্বিতীয় সেমেস্টার), দ্বিতীয় বর্ষ (চতুর্থ সেমেস্টার) বা তৃতীয় বর্ষের (ষষ্ঠ সেমেস্টার) শেষে সংশ্লিষ্ট অনার্স কোর্স ছেড়ে দেওয়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। পশ্চিমবঙ্গের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই অবশ্য সেই পথে হাঁটেনি। ওই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে মাত্র একবারই ‘এক্সিট’ অপশন থাকছে। প্রেসিডেন্সি, যাদবপুর…