পড়বেনই কলেজে! ২৭ বারের চেষ্টাতেও এই কঠিন পরীক্ষায় ফেল ৫৬ বছরের চিনা ধনকুবের
ধনকুবের হয়ে জীবনের বহু সাধ পূর্ণ করেছেন তিনি। কিন্তু একটি স্বপ্ন এখনও অধরা। সেই ইচ্ছে সম্পূর্ণ করতে এখনও হাল ছাড়তে নারাজ চিনের লিয়াং শি। চিনের শিক্ষাব্যবস্থায় সবথেকে কঠিন প্রবেশিকা পরীক্ষা বলে পরিচিত ‘গাওকাও’-তে এ বারও বসেছিলেন ৫৬ বছর বয়সি লিয়াং। এই নিয়ে ২৭ বার এই পরীক্ষা দিলেন তিনি। কিন্তু এ বারও এই সাধ অপূর্ণই থেকে গেল ধনকুবেরের। চিনে কলেজে ভর্তি হওয়ার পরীক্ষাকে বলা হয় গাওকাও। গুণমানের দিক থেকে আমাদের দেশের নিট বা জয়েন্ট এন্ট্রান্সের সমমানের বলেই ধরা হয় গাওকাও-কে।…