কল্যাণময়ের কর্মকাণ্ডের ফাইল উধাও, কার ক্ষমতাবলে কল্যাণের উত্থান? খোঁজে সিবিআই
অমিত সরকার, কলকাতা: কার ক্ষমতা বলে ‘ক্ষমতাবান’ কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এবার তারই খোঁজে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কিছু গুরুত্বপূর্ণ ফাইল উধাও শিক্ষা দফতরের অন্দরমহল থেকেই, এই তথ্য জানার পরই রহস্যভেদ করতে তৎপরতা সিবিআইয়ের। কল্যাণের কর্মকাণ্ডই ওই ফাইলে বন্দি, সন্দেহ তদন্তকারী সংস্থার। ১০ বছর ধরে পর্ষদের মাথায় কল্যাণময়। নিখোঁজ ফাইলেই লুকিয়ে সেই রহস্য, দাবি সিবিআইয়ের । প্রসঙ্গত শিক্ষা দফতরের প্রিন্সিপল সেক্রেটরি মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদের পরই বেশ কিছু তথ্য পায় সিবিআই। সেই তথ্যের ভিত্তিতে চিঠি দিয়ে…