কাউন্টির ইতিহাসে স্লো শতরানের নজির সিবলির,কেন্টের বিরুদ্ধে ৫০১তাড়া করে জয় সারের
শুভব্রত মুখার্জি: চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে বনাম কেন্ট ম্যাচে হল একাধিক নজির। রেকর্ড সংখ্যক রান তাড়া করে ম্যাচে জয় পেল সারে। ৫০১ রান তাড়া করে ম্যাচ জিতল তারা। এর পাশাপাশি নজির গড়লেন সারের ওপেনার ডম সিবলিও। ২৭ বছর বয়সী এই ইংল্যান্ড ওপেনার কাউন্টি ক্রিকেটের ইতিহাসে মন্থর শতরানটি করে ফেললেন। তাঁর এই শতরানেই জয়ের ভিত তৈরি হয় সারের। পরবর্তীতে ৫০১ রান করে ম্যাচ জিতে নজির গড়ে তারা। এদিন ৩৬৮ বল খেলে তাঁর শতরান পূরণ করেন ডম সিবলি। দিনের শেষে ১৪০…