নিজে নিজেকে কাতুকুতু দিলে কেন কিছুই অনুভব হয় না? জেনে নিন আসল কারণ
যখন আমরা নিজেদের সুড়সুড়ি দিই, মস্তিষ্ক ইতিমধ্যেই ত্বকে সংকেত পাঠিয়ে দেয় যে সুড়সুড়ি লাগতে চলেছে। এই ধরনের ক্ষেত্রে, সেই আশ্চর্য উপাদানটি শেষ হয়ে যায় এবং নিজে নিজের গায়ে আর কাতুকুতু অনুভূত হয় না। কিন্তু অন্য কেউ যখন আমাদের সুড়সুড়ি দেয়, তখন মস্তিষ্ক আগে থেকে এই সংকেত পাঠাতে পারে না। আমরা যখন নিজেদের সুড়সুড়ি দেওয়ার কথা ভাবি তখন মস্তিষ্ক তার দিক থেকে পেশীকে পুরো পরিকল্পনার কথা আগেভাগে জানান দিয়ে দেয়। (Source: news18.com)