কাপুর পরিবারের হোলি থেকে শুরু করে শোলে-র গাব্বরের পরিবার, ভারতীয় সিনেমার প্রবীণদের 60টি অদেখা ছবি
ভারতীয় সিনেমার কিংবদন্তিদের 60টি ছবি দেখুন নতুন দিল্লি: হিন্দি চলচ্চিত্রের উত্সাহীরা কেবল চলচ্চিত্র দেখতেই পছন্দ করেন না তবে তাদের প্রিয় তারকাদের অদেখা ছবিও দেখতে পছন্দ করেন। এখন ডিজিটাল যুগ। যখন সবার হাতে ক্যামেরা থাকে। যেখানে কোনো তারকাকে দেখা যায়, সেই মুহূর্তটির সঙ্গে সেলফি তুলে স্মরণীয় করে রাখা যায়। কিন্তু একটা সময় ছিল যখন ‘পর্দার আড়ালে’র আভাসও দেখা যেত না তার ছবি দেখে। বা সোশ্যাল মিডিয়ার মতো এমন কিছু ছিল না যেখানে তারকাদের পোস্ট দেখে তাদের পরিবার সম্পর্কে জানা যায়।…