রূপকথার মতো সুন্দর! বরকে ঠোঁটঠাসা চুমু, বিয়ের ছবি দিলেন কীর্তি সুরেশ, কে পাত্র
কীর্তি সুরেশ সম্প্রতি গোয়ায় অ্যান্টনি থাটিলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। অভিনেতা তার হোয়াইট ওয়েডিংয়ের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। স্বামীর সঙ্গে বেশ কিছু রোম্যান্টিক ছবি পোস্ট করেছেন তিনি। এমনকী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁদের চুমু খাওয়ার সেই বিশেষ মুহূর্তও। কীর্তি সুরেশ রবিবার হোয়াইট ওয়েডিংয়ের ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে কীর্তি সুরেশ ক্যাপশনে লিখেছেন, ‘#ForTheLoveOfNyke (সাদা হৃদয়ের ইমোজি)’। ছবিতে দেখা যাচ্ছে, চার্চে বিয়ের সময় অ্যান্টনির সঙ্গে আবেগঘন চুম্বন করছেন কীর্তি। কীর্তি এবং অ্যান্টনিকে সাদা পোশাকে যুগলবন্দি করতে দেখা গিয়েছে।…