দেড় বছরে ১০ লক্ষ সরকারি চাকরি!! পাখির চোখ ২০২৪, বড় নির্দেশ মোদির
#দিল্লি: ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে অন্তত দশ লক্ষ নিয়োগ করতে চলেছে মোদি সরকার৷ এ দিন প্রধানমন্ত্রীর দফতরের তরফে ট্যুইটারেই এই তথ্য জানানো হয়েছে৷ পিএমও-র ট্যুইটে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে কেন্দ্রীয় সরকারের সব দফতর এবং মন্ত্রকের মানব সম্পদের পরিস্থিতি খতিয়ে দেখার পর আগামী আগামী দেড় বছরের মধ্যে দ্রুততার সঙ্গে দশ লক্ষ নিয়োগের নির্দেশ দিয়েছেন৷ PM @narendramodi reviewed the status of Human Resources in all departments and ministries and instructed that recruitment of 10 lakh…