‘গ্রামে শৌচালয় নেই, মা-বোন পুকুরে স্নান করেন,ছেলেরা তাকিয়ে থাকে’, অমিতাভ বললেন..
ফের চর্চায় অমিতাভ বচ্চন ও তাঁর কৌন বনেগা ক্রোড়পতি (KBC-16)। এবার কলকাতার জামাই-এর সামনে হটশিটে হাজির বাংলার এক প্রতিযোগী। বাড়ি পশ্চিমবঙ্গের আগাই গ্রামে। জয়ন্ত একজন ছাত্র, একইসঙ্গেএকজন পার্টটাইম টিউটর। যেখানে থেকে তিনি আয় করেন মাত্র ৪-৫ হাজার টাকা। বোন শিখা দুলের সঙ্গে কেবিসি ১৬-এর মঞ্চে হাজির ছিলেন এরাজ্যের জয়ন্ত। কেবিসি-র মঞ্চ থেকে এই জয়ন্তর বাড়িতেই শৌচালয় বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন অমিতাভ। ঠিক কী ঘটেছে? প্রতিযোগিতার শুরুতে ফিঙ্গার ফার্স্ট পর্ব জিতে আবেগঘন হয়ে পড়েন জয়ন্ত দুলে। আবেগে জড়িয়ে ধরেন পাশে…