ব্রেন টিউমার থেকে রক্তক্ষরণ! রাতারাতি অস্ত্রোপচার মৃত্যুমুখ থেকে ফেরাল রোগীকে
ব্রেন টিউমার। তার উপর ভিতর ভিতর রক্তক্ষরণ হচ্ছে টিউমার থেকে। ইন্টার্নাল হেমারেজ জেরে রীতিমতো প্রাণসংশয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু শেষমেশ বছর তিপান্নর রোগী শেখ গুলজারকে মরণ-বাঁচন পরিস্থিতি থেকে ফিরিয়ে আনল কলকাতার হাসপাতাল। অভিজ্ঞ চিকিৎসক অমিতাভ চন্দের তত্ত্বাবধানে সিএমআরআই হাসপাতালে জটিল অস্ত্রোপচার হয় ওই ব্যক্তির। অস্ত্রোপচারের পাঁচদিনের মাথায় সুস্থভাবে হেঁটে বাড়ি ফিরলেন দৈনিক আয়ের উপর নির্ভরশীল শেখ গুলজার। ঠিক কী হয়েছিল? সুস্থ স্বাভাবিক আর পাঁচটা মানুষের মতোই রোজ কাজে যাচ্ছিলেন ও কাজ থেকে ফিরছিলেন। কিন্তু হঠাৎ করেই একদিন বাড়ি…

