Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
সেজে উঠেছে তারাপীঠ, কৌশিকী অমাবস্যায় লাখ লাখ ভক্তসমাগমের সম্ভাবনা, দেবীর ভোগে আজ কী কী থাকে? জেনে নিন
সেজে উঠেছে তারাপীঠ, কৌশিকী অমাবস্যায় লাখ লাখ ভক্তসমাগমের সম্ভাবনা, দেবীর ভোগে আজ কী কী থাকে? জেনে নিন

কথিত আছে, দেবী তারার অপর নাম কৌশিকী। শুম্ভ নিশুম্ভকে বধ করতে দেবী নিজ দেহকোষ থেকে বের হয়ে আর এক দেবীমূর্তিতে আবির্ভূত হয়েছিলেন। অন্যদিকে এইদিনই তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তাই বিশেষ এই তিথিতে পুণ্যলাভের আশায় লক্ষ লক্ষ পুণ্যার্থী তারাপীঠ আসেন। এদিন তন্ত্র সাধকরা তন্ত্র সাধনায় মেতে ওঠেন তারাপীঠ হাশ্মশানে। সাধক বামদেব মা তারার দর্শন পেয়ে সিদ্ধিলাভ করেছিলেন সেই কারণে বিশেষ আশা নিয়ে তন্ত্র সাধনায় এদিন তাঁরা মেতে ওঠেন। আজ, শুক্রবার ২২ অগাস্ট। অমাবস্যা তিথি শুরু…

Read More