ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে প্লেসমেন্টের আকাল,তাও মোটা বেতনের চাকরি দিচ্ছে এই সংস্থা
দেশের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ২০২৪ সালে পাশ করতে চলা পড়ুয়াদের মাথায় হাত। গতবছরগুলির তুলনায় এই মরশুমে প্লেসমেন্টে চাকরির আকাল দেখা দিয়েছে। এমনিতেই বিগত কয়েক বছরে ভারতের স্টার্টআপ থেকে শুরু করে বড় বড় বহুজাতিক আইটি সংস্থাগুলি কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। আমেরিকার অর্থনীতির শ্লথ গতি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্ভাবনের জেরে আইটি ক্ষেত্রে চাকরি কমেছে। এরই মধ্যে পাশ করে বের হওয়া পড়ুয়ারা চাকরির খোঁজ চালাচ্ছে। এই সবের মাঝেই প্লেসমেন্টে ‘স্বস্তির নাম’ টিসিএস এবং অ্যাক্সেঞ্চারের মতো সংস্থাগুলি। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, প্লেসমেন্টের নিরিখে…