Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ভারতীয় জিমনাস্ট সংস্থার পক্ষপাতিত্ব! ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে নামা হবে না প্রণতীর
ভারতীয় জিমনাস্ট সংস্থার পক্ষপাতিত্ব! ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে নামা হবে না প্রণতীর

টোকিয়ো অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করা বাংলার অ্যাথলিটের সঙ্গেই এবার চক্রান্ত। সরাসরি জিমনাস্টিক ফেডারেশন অফ ইন্ডিয়ার সঙ্গে সংঘাতে জড়ালেন ভারতের আর্টিস্টিক জিমনাস্ট প্রণতি নায়েক। তাঁকে ইচ্ছাকৃতভাবে ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে খেলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুললেন তিনি। পক্ষপাতিত্ব করা হয়েছে, তাই নিয়ে তার শিকার, দাবি করলেন বাংলার মেয়ে প্রণতি নায়েক। অক্টোবরের ৪ থেকে ৬ তারিখ পর্যন্ত হাঙ্গেরিতে বসতে চলেছে জিমনাস্টিক্সের বিশ্বকাপ বা ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপের আসর। সেখানে ফেডারেশনের তরফে প্রাথমিকভাবে নামই পাঠানো হয়নি প্রণতি নায়েকের। এরপর লেট ফাইন বা লেট…

Read More