মৃগীর চিকিৎসা এখন বেশ উন্নত, দরকার সচেতনতা, খিঁচুনি রোগ নিয়ে আলোচনায় নিউরোলজিস্ট
HT Bangla Special: পরিসংখ্যান বলছে ১ কোটির বেশি। হ্যাঁ, ভারতে মৃগীতে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১.২ কোটি। যা গোটা বিশ্বের মৃগী রোগীর সংখ্য়ার প্রায় ছয়ভাগের একভাগ। গোটা দেশে প্রতি এক হাজার জনের মধ্যে অন্তত ৩-১১ জন মৃগীতে আক্রান্ত হন। গ্রামে এই সংখ্যা বেশি বৈ কম নয়। স্বাভাবিকভাবে উন্নত চিকিৎসা পরিষেবার অভাবই তার কারণ। তবে এসবের মাঝেও উদ্বেগের বিষয়, ৭০ শতাংশ ক্ষেত্রে মৃগী রোগের কোনও চিকিৎসা হয় না। কুসংস্কার, আর্থিক সমস্যা যার নেপথ্যে থাকা কারণ। সম্প্রতি খিঁচুনি বা মৃগী রোগের নানা…