Google : কোনও স্ক্যাম নয়, গুগল আপনাকে দেবে ২৫ লাখ টাকা! এই কাজটা করতে পারলেই বড়লোক হয়ে যাবেন
Google Bug Find- গুগল এমনি এমনি ২৫ লক্ষ টাকা দেবে শুনলে অনেকেরই স্ক্যামের কথা মনে হতে পারে। ঘটনা কিন্তু আদতে তা নয়। কলকাতা: টাকার চেয়ে বড় লোভ বোধ হয় পৃথিবীতে আর কিছু নেই! সেটাকেই হাতিয়ার করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে জালিয়াতরা। অনলাইন জালিয়াতির ঘটনা এখন আর এই দেশে নতুন কিছু নয়। বেশিরভাগ ক্ষেত্রেই বিনামূল্যে লাখ লাখ টাকা পাইয়ে দেওয়ার অফার দিয়ে গল্পটা শুরু হয়। টোপে পা দিলেই সর্বনাশ ঠেকায় কার সাধ্য! যাতে মানুষের মনে কোনও রকমের অবিশ্বাস তৈরি না…

