গুজরাট দাঙ্গা: গণধর্ষণ ও খুনের মামলায় সব 26 অভিযুক্ত খালাস, আদালত এই ভিত্তিতে তার রায় দিয়েছে
আদালত কক্ষ – ছবি: সোশ্যাল মিডিয়া গুজরাটের একটি আদালত 20 বছরের পুরনো মামলায় প্রমাণের অভাবে এক ডজনেরও বেশি লোককে গণধর্ষণ এবং হত্যার দায়ে অভিযুক্ত 26 জনকে খালাস দিয়েছে৷ 2002 সালের সাম্প্রদায়িক দাঙ্গার সময়, কলোলে পৃথক ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। এসব ঘটনায় মোট ৩৯ জনকে আসামি করা হয়। এর মধ্যে ১৩ জন মামলা বিচারাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার পঞ্চমহল জেলার হালোলের অতিরিক্ত দায়রা জজ লীলাভাই চুদাসামার আদালত প্রমাণের অভাবে হত্যা, গণধর্ষণ ও দাঙ্গার অপরাধে ২৬ জনকে বেকসুর…