কেন পালন করা হয় পৃথিবী দিবস? জেনে নিন প্রথম সেই দিনটির কথা
পৃথিবী দিবস বা বিশ্ব পৃথিবী দিবস পালন করা হয় প্রতি বছর ২২ এপ্রিল। ক্রমেই দিন দিন বেড়ে চলেছে প্লাস্টিকের পরিমাণ। আর সেটিই সংকটে ফেলছে পৃথিবীকে। এই অবস্থায় পৃথিবীকে বাঁচাতে এগিয়ে আসার ডাক দেয় বিশ্ব পৃথিবী দিবস। এই দিন সারা বিশ্বের মানুষকে সচেতন করার দিন। দিন দিন বেড়ে চলা দূষণের ফলে বাড়ছে উষ্ণতা। গাছ কাটা থেকে জলে দূষিত পদার্থ মেশা, বায়ুতে কলকারখানার নির্গত ধোয়া থেকে নানাভাবে মাটির দূষণ, পৃথিবী দিন দিন বাসের অযোগ্য হয়ে উঠছে। তাই রাষ্ট্রসংঘের তরফেই শুরু হয়…