ডেঙ্গি হয়েছে নাকি চিকুনগুনিয়া…? কী ভাবে বুঝবেন? পার্থক্য না জানলে বড় বিপদ!
ডেঙ্গির লক্ষণমশার কামড়ে কখনও জ্বর হলে প্রথমে আয়নায় চোখ দেখুন। লাল হলে বুঝবেন ডেঙ্গি হয়েছে। এ রোগে গায়ের রং হালকা লাল হয়ে যায়। সাধারণত এই জ্বর ৩ থেকে ৪ দিন থাকে, যার কারণে রক্তে প্লেটলেটের ঘাটতি হয়। এমন পরিস্থিতিতে মুখের রুচির পরিবর্তন, মাথা ঘোরা, বমি ও মূর্ছা যাওয়াও হতে পারে। বাড়াবাড়ি অবস্থায় এই রোগে শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছয়। (Feed Source: news18.com)