Bhupesh Baghel ED Raid: মেশিন এনে চলল ক্যাশের গুনতি! পেন ড্রাইভে লুকনো ফাইল…ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলেকে ডেকে জিজ্ঞাসাবাদ ইডির
বাঘেলের বাড়িতে ইডি তল্লাশির খবর জানিয়ে সোমবারই সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্গাত্মক পোস্ট করেন সে রাজ্যের বিজেপি নেতৃত্ব৷ ভূপেশের অবশ্য দাবি, পঞ্জাবে কংগ্রেসকে আটকাতেই এই ইডি’কে ‘ব্যবহার’ করেছে বিজেপি৷ ছত্তিশগড়: মহাদেব বেটিং স্ক্যাম৷ যে দুর্নীতির সঙ্গে নাম জড়িয়ে যাওয়ার বড়সড় দাম দিতে হয়েছিল প্রবীণ কংগ্রেস নেতা ভুপেশ বাঘেলকে৷ হারাতে হয়েছিল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর কুর্সি৷ কংগ্রেসের ছত্তিশগড় খুব সহজেই দখল করে নিতে পেরেছিল বিজেপি৷ ছত্তিশগড়ের সেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে এবার ফের পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)৷ শুধু তাই নয়, পুরোদমে তল্লাশি…









