Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
দেদার ছাঁটাই, ‘জবলেস জুসওয়ালা’ হয়েই বাজিমাত দুই বন্ধুর
দেদার ছাঁটাই, ‘জবলেস জুসওয়ালা’ হয়েই বাজিমাত দুই বন্ধুর

বেসরকারি কর্পোরেট সংস্থায় চুটিয়ে কাজ করতেন দুই বন্ধু। গত ১৪ বছরে অভিজ্ঞতাও হয়েছিল নানারকমের‌। একটা সময় একের পর এক সংস্থার চাকরি ছেড়েছেন। আবার এক চাকরি ছেড়ে অন্য চাকরিও ধরেছেন। কিন্তু শেষ পর্যন্ত যে সংস্থায় চাকরি ছিল তারাও এক মাস আগে ছাঁটাই করল। সেই ছাঁটাইতে চাকরি যায় দুই বন্ধুর। নাহ্, এর পর আর কোন সংস্থার চাকরির চক্করে জড়াননি তাঁরা। সরাসরি চাকরির চক্কর ছেড়ে চলে আসেন ব্যবসায়। দুই বন্ধু মিলে শুরু করেন নয়া রোজগারের কারবার। নানা স্বাদের শরবতের দোকান দেন ফুটপাথের…

Read More