বৃদ্ধার সম্পত্তি হাতাতে পারিবারিক বিবাদ, ট্যাংরায় পিটিয়ে খুনের অভিযোগ
সম্পত্তি বলতে একটি জমি ছিল। আর তা নিজেদের হস্তগত করতেই পারিবারিক বিবাদ লেগে থাকত। আর তার জেরে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। এভাবেই মেরে ফেলা হয়েছে গীতা মণ্ডলকে (৬৫)। অভিযোগ উঠেছে, লক্ষ্মী মণ্ডল, দিলীপ মণ্ডল এবং কমলা মণ্ডল নামে তাঁদেরই তিন আত্মীয় গীতাকে পিটিয়ে মেরেছে। এমনকী প্রায়ই রাজনৈতিক নেতার ভয় দেখানো হতো। আগেও একাধিকবার বৃদ্ধাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ গীতার মেয়ের। ঠিক কী ঘটেছে ট্যাংরায়? স্থানীয় সূত্রে খবর, একটা জমি ছিল গীতা মণ্ডলের। আর সেটা নিয়েই গীতা মণ্ডলের পরিবারে…