বাংলাদেশঃ সাগরে জাহাজডুবি, নিখোঁজ ১৩
সান নিউজ ডেস্ক: চট্টগ্রামে কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরে জাহাজডুবির ঘটনায় ১৩ জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তাদের উদ্ধারে অভিযান চলছে। বুধবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় বহির্নোঙরে ‘এমভি সুলতান সানজা’ এবং মঙ্গলবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট সংলগ্ন নদীতে ‘এফভি মাগফেরাত’ নামের একটি ফিশিং ভ্যাসেল ডুবে যায়। এ ঘটনায় এমভি সুলতান সানজার ৬ জন এবং এফভি মাগফেরাতের ৭ জন নিখোঁজ হন। সদরঘাট নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, এফভি মাগফেরাতকে ডকে তোলার সময়…