একটা জিরাফ একেবারে আলাদা! খুঁজে বলুন দেখি কোন জিরাফের কোনও যমজ নেই?
Optical Illusion: অপটিক্যাল ইলিউশন আসলে এমন এক বিষয় যা চোখে ধাঁধা লাগিয়ে মনকে বিভ্রান্ত করে। খুব ভালোভাবে দেখার পরে এমন কিছু চোখে পড়ে যা আসলে আগেও চোখের সামনেই ছিল কিন্তু দেখা পাওয়া যায়নি। অপটিক্যাল বা ভিজ্যুয়াল ইলিউশন প্রমাণ করে যে আমাদের মন বিশ্ব সম্পর্কে অনুমান করার প্রবণতা রাখে। সুতরাং, যা দেখেন তা প্রায়শই সত্য নয়। কৌতূহল তো হয়ই, কীভাবে আমাদের চোখ এই সহজ আঁকাতেও এত সহজে বোকা বনে যায়! ১৯ শতকে, ইলিউশন বিষয়ে চর্চার ধুম শুরু হয়। একদল বিজ্ঞানী…