Youth Employment: হাজার হাজার যুবক স্বাবলম্বী, বেকাররাও পাচ্ছে কাজের সুযোগ, রইল কর্মসংস্থানের হদিশ
Youth Employment: জন শিক্ষণ সংস্থানের পরিচালক ইদ্রিশ খান লোকাল ১৮-কে বলেন যে, এই প্রকল্পের আওতায় ১৫ থেকে ৪৫ বছর বয়সীদের জীবিকা নির্বাহের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশে বেকারত্বের হার ধীরে ধীরে কিছুটা হলেও কম হচ্ছে। সরকার এখন তরুণ প্রজন্মকে ব্যবসা বা কৃষিকাজে অনুদান দেয়, নানা প্রকল্পে কাজ করার উপযোগী করে তোলার জন্য পরিচালিত হয় দেশ জুড়ে একাধিক কর্মশালা। সেই সব কর্মশালায় প্রশিক্ষণ গ্রহণ করে, সরকারি অনুদান নিয়ে সহজেই জীবিকা নির্বাহের পথ উন্মুক্ত করা যায়। ছত্তিশগড়ের সুরগুজা জেলার যুবকরা এখন…

