টিস্যু কালচার কী? এই কোর্সে স্বনির্ভর হতে পারেন আপনি
#শিলিগুড়ি: তথাকথিত পড়াশুনার মধ্যে না গিয়ে একটু অন্য ধরনের কাজ করার চেষ্টা থাকলে আপনি শিখে নিতে পারেন টিস্যু কালচারের কোর্স। যেটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফাম ডিপার্টমেন্টে শেখানো হয়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের কোফাম একটি শাখা। যেখানে তথাকথিত চাষ আবাদের বাইরে কি করে অল্প সময়ে অন্য ধরনের চাষাবাদ করে আয় করা যায় সেই সমস্ত জিনিস শেখানো হয়। তেমনি একটি বিষয় হলো টিস্যু কালচার। কী এই উদ্ভিদ টিস্যু কালচার উদ্ভিদের যেকোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে (যেমন-শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা বা পাপড়ি ইত্যাদি) বিচ্ছিন্ন…