ভারতে কারখানা তৈরি করতে চায় Tesla, সস্তায় গাড়ি, মমতাকে বিরাট টেক্কা দিলেন মোদী
ভি সিনহা ইলেকট্রিক গাড়ি তৈরির কোম্পানি টেসলা। ইলন মাস্কের কোম্পানি টেসলা এবার আসতে পারে ভারতে। খুব শীঘ্রই ভারতের বাজারে পা রাখতে চলেছে ইলন মাস্কের টেসলা। ব্লুমবার্গের রিপোর্ট বলছে, আগামী বছর জানুয়ারি মাসে ভাইব্রান্ট গুজরাট গ্লোবাল সামিট হবে। সেখানেই টেসলার ব্যাপারটা ঘোষণা করা হতে পারে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে ব্লুমবার্গের রিপোর্টে অনুসারে জানা গিয়েছে, মার্কিন এই গাড়ি তৈরির কোম্পানি এবার আসতে পারে ভারতে। এমনকী ভারতে ২০২৪ সাল থেকে গাড়ি তৈরির কারখানাও তৈরি করতে পারে টেসলা। জানা যাচ্ছে মহারাষ্ট্র, তামিলনাড়ু ও…