চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় দলা পাকিয়ে গেল মাইক্রোবাস,১১ পড়ুয়ার মৃত্যু
#চট্টগ্রাম: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা চট্টগ্রামে। রক্ষীবিহীন রেল ক্রসিং পার করার সময়ে ট্রেনের ধাক্কায় দলা পাকিয়ে যায় যাত্রী বোঝাই মাইক্রোবাস। দুর্ঘটনায় ইতিমধ্যেই ১১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও পাঁচ। তাঁদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ চট্টগ্রামের মিরসরাই বড়তাকিয়া এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে দলা পাকিয়ে যায় মাইক্রোবাসটি। গাড়িতে সেই সময়ে যারা ছিলেন,…