‘Digital Arrest’ করে ১৩ লক্ষ টাকা হাতানোর চেষ্টা! প্রবীণ গ্রাহককে বাঁচাল SBI
লাফিয়ে বাড়ছে অনলাইন স্ক্যাম। বোকা বানিয়ে ব্যাঙ্ক থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। স্ক্যামাররা মানুষকে টার্গেট করার জন্য নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছেন। এমনই, এক নতুন ধরনের স্ক্যাম নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এর নাম ডিজিটাল অ্যারেস্ট। সম্প্রতি হায়দরাবাদ থেকে ডিজিটাল অ্যারেস্ট-এর ঘটনাও সামনে এসেছে। যদিও এবার এই কেলেঙ্কারিতে সফল হতে পারেননি প্রতারকরা। এর কারণ হল ব্যাঙ্কের কর্মীরা ইতিমধ্যেই এই কেলেঙ্কারীর হাত থেকে অসহায় প্রবীণ নাগরিককে বাঁচিয়ে নিয়েছিলেন। সবচেয়ে বড় ব্যাপার এটা যে কেলেঙ্কারীটা সফল হলে, ওই ব্যক্তি ১৩…



